নোয়াখালী প্রতিনিধি
হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামি বললেন দলের সোনাইমুড়ি উপজেলা আমির ও ৩ নং চাষিরহাট ইউনিয়ন চেয়ারম্যান হানিফ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সাইয়েদ আহমদ
স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে কোনভাবেই যেন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, তাদের মন্দির ভাঙ্গা সহ মানুষের জানমালের ক্ষতি হয় এমন সব কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ করেছেন তিনি। গতকাল সকালে সোনাইমুড়ি কালিবাড়ি মন্দির ও দেবালয় পরিদর্শনে গিয়ে তিনি এইসব কথা বলেন।
এছাড়াও তিনি সোনাইমুড়ীতে হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন তারা যেন কোনরকম সন্ত্রাসী হামলার শিকার না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী অতন্ত্র প্রহরী হয়ে আপনাদের পাশে থাকবে।
পরিদর্শন শেষে তিনি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনাইমুড়ী থানার ওসির সাথে কথা বলেন।
এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোন রকম সহায়তা চাইলে জামায়াতে ইসলামী প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার রহিম উল্লাহ বি এস সি। সোনাইমুড়ি পৌরসভা আমির,সেক্রেটারী।উপজেলা ওলামা বিভাগ সভাপতি নাঈম উদ্দিন,জামায়াত নেতা এডভোকেট ইদ্রিস মোল্লা,এডভোকেট সাইফুল ইসলাম, সোনাইমুড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।
Related Stories
February 4, 2025 2:50 PM
February 4, 2025 2:44 PM