
আমার কাগজ ডেস্ক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৪ই অক্টোবর বেইজিংয়ের মহাগণভবনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়ার সঙ্গে বৈঠক করেছেন। তিনি বিশ্ব নারী শীর্ষ-সম্মেলনে যোগ দিতে চীন সফে এসেছেন।
বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও শ্রীলঙ্কার বন্ধুত্ব দীর্ঘকালের। দু’দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতির ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করে, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ও কল্যাণমূলক সহযোগিতার ভালো উদাহরণ স্থাপন করেছে।
তিনি বলেন, চীন ও শ্রীলঙ্কা উন্নয়ন ও সহযোগিতায় সহযাত্রী ও অংশীদার। চীন সবসময় শ্রীলঙ্কাকে প্রতিবেশী কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখে এসেছে, এবং শ্রীলঙ্কার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রাখতে, কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং চীন-শ্রীলঙ্কা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, দু’দেশের জনগণের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনাতে চায়।
তিনি জোর দিয়ে বলেন, চীন, শ্রীলঙ্কার জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় অবস্থার সাথে উপযুক্ত উন্নয়নের পথ অনুসরণ, অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র করে জাতীয় সমৃদ্ধি অর্জনের চেষ্টা সমর্থন করে। চীন, শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ, বন্দর অর্থনীতি, আধুনিক কৃষি, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থনীতি, পর্যটন ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। তা ছাড়া দু’পক্ষের উচিত সীমান্তবর্তী জুয়া, জালিয়াতি ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দমন করার জন্য আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা, জাতিসংঘসহ বহুপাক্ষিক কাঠামোতে সহযোগিতা জোরদার করা, সুশৃঙ্খল বহুমেরু বিশ্বকে উন্নীত করা, সহনশীল অর্থনৈতিক বিশ্বায়নকে প্রচার করা এবং গ্লোবাল সাউথের স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করা।
অমরাসুরিয়া সি চিন পিংয়ের প্রতি প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব নারী শীর্ষ-সম্মেলনে প্রেসিডেন্ট সি’র ভাষণ তাত্পর্যপূর্ণ, যা বিশ্বব্যাপী নারী-উন্নয়ন প্রচারে চীনের গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা প্রদর্শন করেছে। শ্রীলঙ্কা, চীনের সঙ্গে সম্পর্কে বেশ গুরুত্ব দেয়। শ্রীলঙ্কার তার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায়। তিনি আরও বলেন প্রেসিডেন্ট সি’র উত্থাপিত ৪টি বিশ্ব উদ্যোগ বর্তমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার চীনের সাথে এগুলো বাস্তবায়ন করবে এবং একসঙ্গে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষা করবে।
সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।