স্পোর্টস ডেস্ক
বর্তমানে জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন তাসকিন আহমেদ। এরই মাঝে আরও এক সুখবর পেলেন এই বাংলাদেশি পেসার। তিনি জানান, শ্রীলংকান প্রিমিয়ার লিগ থেকেও ডাক পেয়েছেন।
আইপিএলে দুবার ডাক পেলেও তাতে খেলা হয়নি তাসকিনের। এবার লংকান প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তাসকিন নিজেই।
আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। তবে ক্যাম্প চলাকালে তাসকিনকে শ্রীলংকার লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে কিনা তা এখনও অনিশ্চিত।
এর আগে গতবছর প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের ডাক পেয়েছিলেন তাসকিন। পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএলে ডাক পান তিনি। কিন্তু জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার।
তাসকিন এখন ব্যস্ত আছেন জিম্বাবুয়েতে বুলাওয়ে ব্রেভসের হয়ে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।