আমার কাগজ প্রতিবেদক
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নায়ারণগঞ্জ জেলার ফতুল্লা এপারেলস লিমিটেড, আমানা নিটেক্স লিমিটেড, এমবি নিট ফ্যাশন লিমিটেড ও এমএস ডায়িং প্রিন্টিং এন্ড ফিনিশিং লিমিটেড এর ফ্যাক্টরিগুলো পরিদর্শন করেন। এসময় শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, মজুরি, নতুন মজুরি কাঠামো প্রয়োগ,ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট, নবায়নযোগ্য শক্তির ব্যবহার, ওভার টাইম মজুরি,শিশুদের ডে কেয়ার সেন্টার, শ্রমিকদের বিশ্রামের ব্যবস্থা, বাক-স্বাধীনতা, মালিক-শ্রমিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, সচিব সেবাস্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপপরিচালক এম. রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নাঈম চৌধুরী ও সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন।
পরিদর্শনকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ”পোশাকখাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং অগণিত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এটি দেশের জন্য গৌরবের এবং সুনাম বয়ে নিয়ে এসেছে। অর্থনীতির মূল চালিকাশক্তি পোশাক শিল্প আর পোশাকখাতের মূল শক্তি আমাদের শ্রমিকগণ৷ শ্রমিকদের কল্যাণে ন্যায্য অধিকার এবং সুবিধাসমূহ নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব।
তিনি আরো বলেন, শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয়গুলোতে জাতীয় মানবাধিকার কমিশন অত্যন্ত সোচ্চার। আমাদের সবাইকে শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে৷ শ্রমিকদের যথাযথ মজুরি নিশ্চিত করা হচ্ছে কিনা সে বিষয়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। কোনো সুবিধাভোগী শক্তি যাতে আমাদের শ্রমিকদের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে৷ এ সময় শ্রমিকদের সাথে সরাসরি কথা বলেন কমিশনের প্রতিনিধি দল। পরিদর্শনের এক পর্যায়ে তিনি জানতে চান শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কি না। পাশাপাশি শ্রমিকদের মেশিন ব্যবহারে কোন ঝুঁকি আছে কিনা এবং থাকলে সে গুলো মোকাবেলায় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা আছে কিনা জানতে চান। নারী শ্রমিকদের কর্মপরিবেশ কেমন তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
Related Stories
December 12, 2024 8:10 PM
December 12, 2024 7:05 PM
December 12, 2024 6:04 PM