
আমার কাগজ প্রতিবেদক
ঢাকার গাবতলী বাস টার্মিনালের উল্টো দিকে শাহী মসজিদ বস্তিতে শেষরাতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসকে আগুনের খবর দেওয়া হয়। চার মিনিটের মাথায় সেখানে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।
কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর, ও তেজগাঁও ফায়ার স্টেশনের আটটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি আর্থিক পরিমাণ ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
তবে আগুনে শতাধিক ঘর, দুটি বাস এবং কয়েকটি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
গাবতলীতে ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে শাহী মসজিদ বস্তির অবস্থান। সেখানে অনেকগুলো বাসের গ্যারেজ ও মোটর পার্টসের দোকান ছিল।