আমার কাগজ প্রতিবেদক
মানবকল্যাণ ও চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ড অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক ডক্টর মো. আশরাফুল হক মিয়া।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর বিজরনগরস্থ হোটেল অরেেনট শের-ই-বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘অবিভক্ত বাংলায় প্রধানমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হক এর ১৫১তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘শের-ই-বাংলার কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা, শের-ই বাংলা বেস্ট পার্সোনালিটি অ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অটিজম-এর চিকিৎসায় দীর্ঘদিন ধরে বিশেষ অবদানস্বরূপ ডক্টর মো. আশরাফুল হক মিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। সংগঠনের চেয়ারম্যান বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে মূলপ্রবন্ধক ছিলেন শেরে-ই বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা জহুরুল আলম জাবেদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম শফিক উদ্দিন অপু।
Related Stories
December 18, 2024 3:21 PM