স্পোর্টস ডেস্ক
শরীর গঠন ফেডারেশনে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি করেছে। গতকাল সাত সদস্য বিশিষ্ট কমিটির প্রজ্ঞাপন জারি করে ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক সংস্থা।
গত বছর ডিসেম্বরে জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশীপে মঞ্চে পুরস্কারে লাথি দেন জাহিদ হাসান শুভ। মঞ্চে এমন আচরণ এবং পরবর্তীতে অশ্লীল অঙ্গভঙ্গির জন্য শুভকে ফেডারেশন আজীবন নিষিদ্ধ করে। এরপর শুভ ফেডারেশনের পক্ষপাতমূলক বিচার প্রক্রিয়া ও নানা অসঙ্গতি তুলে ধরেন। শুভর ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চোখে পড়ে। তিনি একটি তদন্ত কমিটি করেন। সেই তদন্ত কমিটি একটি রিপোর্ট প্রদান করে৷
তদন্ত রিপোর্টে সাধারণ সম্পাদক নজরুলের কর্মকান্ডের অনেক অসঙ্গতি উঠে আসে। কমিটির মেয়াদ শেষে থাকায় জাতীয় ক্রীড়া পরিষদ আর তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করেনি৷ নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি করেছে গত কমিটির সবাইকে বাদ দিয়ে। এই সাত সদস্য বিশিষ্ট কমিটি ফেডারেশনের অসঙ্গতি দূর করার নানা পদক্ষেপ নিয়ে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য দায়িত্ব গ্রহণ করবে শীঘ্রই।
ফুটবল, ক্রিকেট বাদে দেশের প্রায় সব ফেডারেশনের সভাপতি সরকার কতৃক মনোনীত। শরীর গঠন ফেডারেশনের সভাপতি ছিলেন সুবেদ আলী ভুইয়া। অ্যাডহক কমিটিতে সভাপতিসহ পরিবর্তন করা হয়েছে। সুবেদ আলী ভুইয়ার পরিবর্তে সভাপতি করা হয়েছে তমিজী হককে। সাত সদস্যের মধ্যে দুই জন সহ-সভাপতি আজ সারাবেলার সম্পাদক জব্বার হোসেন ও জায়াদুর রহমান ওয়াদুদ। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক প্রশাসন শেখ হামিম হাসানকে। কমিটির বাকি তিন সদস্যের মধ্যে দুই জন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরেকজন ক্রীড়াজগতের সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল।