
আমার কাগজ প্রতিবেদক
শিশু হাসপাতালে সেপ্টেম্বরে বছরের সবচেয়ে বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এছাড়া এ মাসেই সর্বাধিক শিশু ডেঙ্গু রোগী বাংলাদেশ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশ শিশু হাসপাতালের গবেষণা বলছে, চলতি বছর ডেঙ্গুতে শিশুদের তীব্র জ্বর, শরীর ব্যথা, পাতলা পায়খানাসহ দুর্বল হয়ে পড়ার মতো বেশ কিছু উপসর্গ দেখা যাচ্ছে।
দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে যেসব শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তাদের ৮৭ শতাংশই ‘ডেন-২’ জিনগত ধরনে আক্রান্ত। বাকি ১৩ শতাংশ শিশু আক্রান্ত হচ্ছে ‘ডেন-৩’ ধরনে।
তথ্যমতে, ২০২৪ সালে শিশু হাসপাতালে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। যার মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে তিন শিশু।
গবেষণায় দেখা গেছে, প্রাপ্ত বয়স্কদের মতো শিশুদেরও এখন পরপর ভিন্ন ধরনের আক্রমণে মৃত্যু ঝুঁকি বেড়েছে।
শিশু হাসপাতালে ডেঙ্গুতে যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে তাদের অনেক দেরি করে হাসপাতালে আনা হয়েছিলো।
এদিকে রোববার দেশে ডেঙ্গুতে চলতি বছরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। একই সঙ্গে এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ছিলো বছরের সর্বোচ্চ।
ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখলো দেশডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখলো দেশ
চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৭৮৬ জন।