
সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এছাড়া সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে মাসুককে গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সিলেটে হত্যা ও নাশকতার আলাদা আলাদা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
এতে বলা হয়েছে, শাবি ছাত্রলীগ সভাপতি খলিলকে ময়মনসিংহের ভালুকা থেকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। আর স্বেচ্ছাসেবক লীগের মাসুককে একই দিন রাতে গ্রেপ্তার করা হয় সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে।
গত ১৮ জুলাই নিহত হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেন। ওই হত্যা মামলার ৩২ নম্বর আসামি খলিলুর রহমান।
আর ১৯ জুলাই নিহত সাংবাদিক এ টি এম তুরাবকে হত্যা মামলারও আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে নির্যাতনের মামলাও আছে। আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের আত্মগোপনে ছিলেন খলিল।