
বিনোদন প্রতিবেদক
৭ জুলাই দেশের বাইরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা। কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে বেশ ভালোভাবে পার করছে ছবিটি। অন্যদিকে পরিচালক রায়হান রাফি দিলেন নতুন খবর। তার চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’ও একই পথে হাঁটছে। আগামী ২১ জুলাই আমেরিকার নিউইয়র্ক শহরে ছবিটি মুক্তি পাবে। এর পরের সপ্তাহে সারাদেশ মিলে শতাধিক হলে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমাটি। সেখানে এটি পরিবেশন করছেন বায়োস্কোপস ফিল্মস।
মুক্তির বিষয়টি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন রায়হান রাফি। তিনি বললেন, ”আমরা যা চেয়েছিলাম, তা দেশের প্রেক্ষাগৃহ থেকে পেয়েছি। ‘সুড়ঙ্গ’ সুপারহিট মুভি। এবার আমরা দেশের বাইরে প্রবাসী ভাই-বোনদের মাঝে ছবিটি দেখাতে চাই।”
জানা যায়, ছবিটি ১০৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, ‘প্রিয়তমা’ পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো। উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহের পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে ‘হাওয়া’-এর পরই আসন নিয়েছে ‘প্রিয়তমা’। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় দাঁড়িয়েছে ৮৪,০০০ ডলার। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।
অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে দুই জনপ্রিয় বাংলাদেশি ছবি আমেরিকায় মুক্তি পাওয়ায় আগামী সপ্তাহে ‘প্রিয়তমা’র কিছু হল সংখ্যা কমার। বিশেষ করে জ্যামাইকা মাল্টিপ্লেক্স, নিউইয়র্কে ‘প্রিয়তমা’র ৩৫,৫১৪ ডলার তোলা প্রেক্ষাগৃহসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে ভাগ বসাবে ‘সুড়ঙ্গ’।
বিষয়টি নিয়ে ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন, ‘হল কমবে কিনা, তা আমি এখনই বলতে পারছি না। আমার হাতে তেমন কোনো তথ্য এখনও আসেনি।’
‘সুড়ঙ্গ’মুখ্য চরিত্রে আছেন নিশো ও তমা। অন্যদিকে, ‘প্রিয়তমা’ শাকিব খানের চলচ্চিত্র। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। ছবিটি অলটাইম ব্লকব্লাস্টার বলে দাবি করা হচ্ছে।