ফেনী প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এ সময় ‘তুমি কে? আমি কে?, হাদি, হাদি’ স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শহীদ হাদির মৃত্যুর সংবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভে ফেটে পড়ে তারা।
বিভিন্ন স্থান থেকে বিক্ষুব্ধ জনতা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল শুরু করে ট্রাংক রোড, বড় মসজিদ ও মডেল থানা হয়ে জিরো পয়েন্টে ঘণ্টাখানেক অবস্থান নেয়। সেখানে কয়েক শতাধিক ছাত্র-জনতা অংশ নেয়।
এ সময় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাওলানা মোজাফফর আহমদ জাফরী ও সেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে তার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
