
আমার কাগজ প্রতিবেদক
দলীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে পার্টি থেকে বহিস্কার করা হয়েছে। ইরানের বহিস্কারের পর দলের সিদ্ধান্ত অনুযায়ী পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ফারুক রহমানকে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে বলে দলটির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
এতে আরও জানানো হয়, পার্টির বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে।
দল থেকে ইরানকে বহিস্কার ও নতুন নেতৃত্বের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে নব নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক রহমান বলেন, মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টিকে তার ব্যক্তিগত সম্পত্তি মনে করতেন। দলীয় কোনো সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিবসহ পার্টির কোনো নেতাকর্মীর সঙ্গে আলোচনা না করে নিজেই গ্রহণ করতেন। এসব সিদ্ধান্ত গ্রহণে প্রধান্য পেত তার নিজের লাভালাভের বিষয়। অর্থাৎ যে সিদ্ধান্তে ইরানের ব্যক্তিগত লাভ হবে, তাতে দলের ক্ষতি হলেও তার কিছু যায় আসতো না।
ফারুক বলেন, আমরা বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন করে আসছি। বিএনপি ২০দলীয় জোট ভেঙ্গে দিলে আমরা ১২দলীয় জোটভুক্ত হই। কিন্তু ইরান নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সেই ১২ দলীয় জোট থেকে সম্পূর্ণ নিজের ইচ্ছায় বের হয়ে আসে। জোট ছাড়ার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তু সে দলীয় ফোরামে আলোচনা করার ন্যুনতম প্রয়োজন মনে করেনি।
তিনি অভিযোগ করেন, বিগত একাদশ জাতীয় নির্বাচনের সময় আমি ব্যক্তিগতভাবে ইরানকে পিরোজপুরের ভান্ডারিয়া আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিপুল পরিমাণ অর্থ দেই। ঢাকা থেকে আমাদের বেশ কিছু নেতাকর্মীও তার নির্বাচনী প্রচারে সেখানে যায়। কিন্তু সে বিরোধী পক্ষের প্রতিদ্বন্দ্বিদের কাছ থেকে টাকা খেয়ে নেতাকর্মীদের ফেলে ভান্ডারিয়ার থেকে পালিয়ে চলে আসে। এসব কারণসহ বৃহত্তর স্বার্থে আমরা পার্টির নেতৃবৃন্দ রাজধানীর হোটেল আশরাফিয়াতে বৈঠক করে ইরানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছি। শিগগিরিই দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, ইঞ্জিনিয়ার ফারুক রহমান লেবার পার্টির কেউ না দাবি করে বহিস্কৃত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ফারুক রহমান লেবার পার্টির কেউ না। তার নিজের অসুবিধার কথা পার্টির কাছে প্রকাশ করায় গেল ১৭জুন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে আমাদের দলের মহাসচিবের দায়িত্ব পালন করছে ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন। তাই আমাকে দল থেকে বহিস্কারের প্রচার হাস্যকর ছাড়া আর কিছু না।