
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন বাদ পড়ায় অবাক হয়েছেন অ্যামব্রোস।
ক্রীড়া ডেস্ক
টানা ফর্মহীনতা আর একইভাবে আউট হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। মজার ব্যাপার হলো, বাদ পড়ার দিনেই বিপিএলে হাঁকিয়েছেন বিধ্বংসী সেঞ্চুরি। তার ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস স্বচক্ষে দেখেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। তাই লিটনের বাদ পড়ায় তিনি ভীষণ অবাক।
সিলেট পর্ব শেষে শীর্ষে রংপুর, তলানিতে সুজনের ঢাকাসিলেট পর্ব শেষে শীর্ষে রংপুর, তলানিতে সুজনের ঢাকা
চলতি বিপিএলে ধারাভাষ্য দিতে আসা অ্যামব্রোস গতকাল সোমবার লিটনকে নিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি জানি সে (চ্যাম্পিয়ন্স ট্রফির) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কিনা, কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। তাই আমি বেশ অবাক হয়েছি। তবে নির্বাচকরা তাদের কাজ করছে। দারুণ একটি ইনিংস খেলেছে।’
অ্যামব্রোস আরও বলেন, ‘লিটন ক্লাস প্লেয়ার। (বিপিএলের) শুরুর দিকে তার রান না পাওয়া হয়তো (বাদ পড়ার) কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সে নজর রাখবেন। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই। একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলতে পারি, আমি সবসময় ফর্ম আর পরিসংখ্যান দেখার বিপক্ষে।’