স্পোর্টস ডেস্ক
ম্যাচটি ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। ফাইনাল খেলতে এই ম্যাচে শুধু জিতলেই হবে না বাড়াতে হবে নেট রান রেটও। এমন সমীকরণ নিয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫ টায় পাকিস্তানের লাহোর লান্দার্সের মুখোমুখি হয় বাংলাদেশের রংপুর রাইডার্স। সেই ম্যাচে জয় এবং নেট রান রেট উভয় সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠেছে নুরুল হাসান সোহানের রংপুর।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলার পর বাঁধা হয়ে আসে বৃষ্টি। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ১৩ বলে ২২ রান করে আউট হন। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি, ডিএলএস নিয়মে লাহোরের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের।
১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর মেহেদীর করা প্রথম ওভারেই হারায় ৩ উইকেট। তৃতীয় বলে লুক ওয়েলসের শট মেহেদীর হাতে লেগে স্টাম্পে আঘাত হানলে রানআউট হন অ্যাডাম রসিংটন। পরের বলেই ওয়েলসকে স্টাম্পড করে দেন উইকেটকিপার নুরুল হাসান। সেখানেই শেষ নয়, মেহেদীর পঞ্চম ও নিজের খেলা প্রথম বলেই বোল্ড হন মোহাম্মদ ফাইজান।
টানা তিন বলে উইকেট হারিয়ে লাহোর কালান্দার্স পিছিয়ে পড়ে শুরুতেই। মেহেদী ইনিংসের তৃতীয় ওভারে এবং নিজের দ্বিতীয় ওভার করতে এসে মোহাম্মদ আখলাককেও তুলে নিলে বড় বিপদে পড়ে লাহোর। ১৩ রানে ৪ উইকেট হারানো দলটি আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। মেহেদী তাঁর দুই ওভারের নির্ধারিত কোটা শেষ করে ১১ রান খরচে ৩ উইকেট দিয়ে।
চার ম্যাচের দুটিতে জিতে রংপুরের পয়েন্ট ৪। সমান পয়েন্ট গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের থাকলেও রান রেটে এগিয়ে নুরুল হাসানরা। অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৪ ম্যাচের তিনটিতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকালের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোট পাঁচটায়।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (টেলর ৩২*, সাইফ ২৭*, সৌম্য ২২; মির্জা ১/১২)।
লাহোর কালান্দার্স: (লক্ষ্য ৯ ওভারে ১১১) ৯ ওভারে ৮৭/৭ (মির্জা ৩১, অ্যাবেল ২৫; মেহেদী ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী (ডিএলএস মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন টেলর।