আমার কাগজ ডেস্ক
আগামী ১০ জুলাই সোমবার লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ক্লাব মিটিং ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। রাজধানীর ৪৫ দিলকুশার আনান কর্পোরেশনের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে অতিথি হিসেবে অংশ নেবেন ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্ণর ফারহানা নাজ এমজেএফ, প্রথম ভাইস গভর্নর লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম, ২য় ভাইস গভর্নর লায়ন শাহ আবু রুশ আল মনির।
অনুষ্ঠানের আহ্বায়ক লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং অনুষ্ঠানে সঞ্চালনা করবেন ক্লাবের সেক্রেটারি মো. রিপন তরফদার নিয়াম।
Related Stories
December 24, 2024 4:03 PM
December 24, 2024 3:50 PM
December 18, 2024 3:21 PM