আমার কাগজ ডেস্ক
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটল গার্ডেন ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটল গার্ডেন সিটি, জেলা ৩১৫ বি৩ এর উদ্যোগে জুলাই কে ইনভাইরণমেন্ট মাস ঘোষণার লক্ষ্যে ট্রি-প্লান্টেশন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রোগ্রামে লিও জেলা নেতৃবৃন্দ ও ইনভাইরণমেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করেন।
গাছ রোপন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটল গার্ডেন সিটির সভাপতি লিও মোঃ হাসান রায়হান রাব্বি সহ অনেকেই।