
আমার কাগজ ডেস্ক
গতকাল শুক্রবার (৫ এপ্রিল ২০২৪) লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলা-৩১৫, বাংলাদেশ কর্তৃক শুক্রবার বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের অডিটর কক্ষে আয়োজিত দোয়া ও ইফতার ফাহফিলে প্রয়াত পিসিসি ও পিডিজিগণের স্মরণে এবং দেশ ও দশের কল্যানের জন্য আল্লাহ্ রাব্বুল আলামিনের দারবারে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন কাজী আকরাম উদ্দিন আহম্মেদ পিএমজেএফ, পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর এন্ড চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ, শেখ কবির হোসেন পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও চেয়ারম্যান সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এম এ আব্দুল ওয়াহাব, কাউন্সিল চেয়ারপার্সন পিএমজেএফ (প্রাক্তন জেলা গভর্ণর), বিচারপতি ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ, জেলা গভর্ণর ৩১৫এ২, লায়ন নাজমুল হক পিএমজেএফ, পিডিজি জিএটি এরিয়া লিডার সিএ৬সি,
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, সদস্য ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ও আজীবন সদস্য বাংলা একাডেমী।