ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ পর্তুগিজ এই তারকার অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো-লিগের ম্যাচে কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ডামাকের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো।
ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে মাঠে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ডামাক। কিন্তু ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ডামাক। আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৭৯তম মিনিটে। সতীর্থের পাসে কাছ থেকে শটে গোলটি করেন রোনালদো।
জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ৩৯ বছর বয়সী তারকার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।
সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।