মো. ফারুক
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন কিশোগঞ্জের বাজিতপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলাউল হক।
তিনি বৃহস্পতিবার দিবাগত রাত ২.৪৫ মিনিটে রাজধানী ঢাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ শুক্রবার বাদ আসর বাজিতপুরের সরারচর খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
জানাযার আগে তাঁকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে শরিষাপুর পারিবারিক গোরস্থানে তার দাফন হয়। গার্ড অব অর্নার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন ও পুলিশ ফোর্স।
আলাউল হক কিশোরগঞ্জ-৫ আসনে দুইবার (১৯৯৬ ও ২০০৬) আওয়ামী লীগ মনোনীত সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। ৮০ দশকে বিপুল জনপ্রিয়তা নিয়ে বাজিতপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
তিনি পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের (ইপিসিএস) একজন সদস্য। পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। মৃত্যুকালে মরহুম আলাউল হক চার ছেলে ও ১ মেয়ের জনক।
উল্লেখ্য, তাঁর জ্যেষ্ঠ ছেলে মো. রেজাউল হক কাজল বাজিতপুর উপজেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন।
Related Stories
December 18, 2024 6:57 PM
December 18, 2024 6:33 PM