
আমার কাগজ প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাগর হোসেন। রোববার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদে থাকবেন অথবা সাগর হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
প্রজ্ঞপনে সই করেছেন, সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা।