আমার কাগজ প্রতিবেদক
রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ১১ জুলাই ২০২৩ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে (রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগপ্রাপ্ত সচিব) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১১ জুলাই ২০২৩ থেকে ১০ ফেব্রæয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
এর আগে গত ৪ জানুয়ারি এক আদেশে ১১ জানুয়ারি, ২০২৩ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে প্রজ্ঞাপনে অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১১ জানুয়ারি ২০২০ বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের চুক্তিতে নিয়োগ পান তিনি। একই দিন রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ দিয়ে প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে পদায়ন করা হয় তাঁকে।
সৎ, দক্ষ, অভিজ্ঞ এবং বন্ধুবৎসল হিসেবে পরিচিত জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৯ সালের ৮ এপ্রিল তাকে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে পাঠানোর পর এক মাস না পেরুতেই গত বছরের ৩০ এপ্রিল জয়নালকে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ফিরিয়ে আনা হয়। ২০১৮ সালের ৫ জুলাই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় জয়নালকে গ্রেড-১ কর্মকর্তার মর্যাদা দেওয়া হয়। ওই সময় সেই পদমর্যাদাতেই তাকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল। এখন সচিব পদে পদোন্নতি পাওয়া জয়নাল রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করবেন।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নাল এর আগে তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা এবং জাতীয় সংসদের পরিচালকের (গণসংযোগ) দায়িত্বে ছিলেন।