আমার কাগজ ডেস্ক
রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুদঝা শহর পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্ললোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তিনি বলেন, ইউক্রেন সৈন্যরা ওই শহরে ঘাঁটি গেড়েছে। শহরটিতে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করত। খবর আল জাজিরা
সুদঝা শহরে রাশিয়ার গ্যাস স্টেশন রয়েছে। এখান থেকে ইউক্রেনীয় পাইপালাইন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে মস্কো।
শহর দখল করে নেয়ার ব্যাপারে জেলেনস্কি যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। তবে গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী অন্যান্য কমিউনিটির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তবে বুধবার রাশিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের শহর দখল করার বিষয়টি অস্বীকার করেছে।
রুশ সেনাবাহিনীর মেজর জেনারেল এপ্টি আলাউদিনওভকে উদ্ধৃতি করে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সুদজাতে রুশ বাহিনী শত্রুদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। শত্রু বাহিনী পুরোপুরি সুদঝা শহর নিয়ন্ত্রণে নিতে পারেনি।
এর আগে কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্স স্মিরনভ সুদঝা থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত গ্লুশকোভো অঞ্চলটি খালি করার নির্দেশ দিয়েছিলেন। তিনি আশঙ্ক করছেন দ্বিতীয় সপ্তাহের মধ্যে ইউক্রেন বাহিনী অঞ্চলটি দখল করতে পারে।
বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশের পরই ইউক্রেন বাহিনী ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কুরস্ক রাজ্য থেকে ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
ইউক্রেনের জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি জানিয়েছে, কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার স্কয়ার কিলোমিটার দখল করেছে ইউক্রেন বাহিনী।