
রাজশাহী প্রতিনিধি
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ তার রাজশাহীর বাসায় পৌঁছেছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়।
সামরিক আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৩টা ২০ মিনিটে সেনাবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তারা তৌকিরের মরদেহ একটি অ্যাম্বুলেন্সে করে ক্যান্টনমেন্টসংলগ্ন নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের ভাড়া বাসায় নিয়ে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শত শত মানুষ বাড়ির সামনে ভিড় করেন শেষবারের মতো একনজর দেখতে।
তৌকিরের মরদেহ বাসা থেকে নেওয়া হবে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সেখানে জানাজা শেষে সপুরা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ চলাকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
তৌকির পড়াশোনা শুরু করেন রাজশাহীর নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর তিনি পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন এবং কলেজটির ৩৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন।