আমার কাগজ প্রতিবেদক
ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় রাজধানীর বিভিন্ন ভবনে থাকা লোকজনের কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।
তিনি বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে। তবে সুনির্দিষ্ট স্থান এখনও জানা যায়নি। উৎপত্তির সুনির্দিষ্ট স্থান জানতে কাজ চলছে।
এ ছাড়া ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভারতের আসামের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তরপশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ–পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।