
আমার কাগজ প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকার এক ব্যবসায়ীর অফিসে ঢুকে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের শের শাহ শুরী রোডে ৭৫/বি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত চার দিন আগে একটি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ওই ব্যবসায়ীকে ক্যাপ্টেন ইমন পরিচয়ে ঈদের সালামি চায়। চার দিন পর সন্ধ্যায় একদল সন্ত্রাসী অফিসে এসে প্রকাশ্যে গুলি করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বাড়ির কেয়ারটেকার জেহাদুল ইসলাম জানান, ইফতারের পর সন্ধ্যা ৭টার পর একটি মোটরসাইকেল করে তিনজন লোক আসে। এর মধ্যে একজন মোটরসাইকেলের ওপর বসে থাকে। বাকি দুজন অফিসে প্রবেশ করেই বলে- ‘ক্যাপ্টেন ইমনের সাথে যোগাযোগ করস না কেন।’ এমন কথা বলেই দুই রাউন্ড গুলি করে। একটা গুলি আমার হাতের পাশ দিয়ে যায়। একজন গুলি করার সময় আরেকজন তা ভিডিও করছিল। সবাই মুখোশ পরা ছিল।
এ ঘটনায় ব্যবসায়ী মনির হোসেন বলেন, আমাকে গত চার দিন আগে একটি বিদেশি নাম্বার থেকে ফোন করে ইমন পরিচয়ে ঈদ উপলক্ষে দেখা করতে বলে। এরপর গতকাল আমাকে তিনবার হোয়াটসঅ্যাপে ফোন করে। আমি ফোন না ধরায় আজকে আমার অফিসে এসে প্রকাশ্যে গুলি করে। গুলির সময় আমি অফিসে ছিলাম না। আমাকে স্টাফরা ফোন করার সাথে সাথে আমি অফিসে এসে বিষয়টি নিয়ে পুলিশকে ফোন করি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, এ ঘটনায় আমরা খবর পেয়েছি। মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।