
আমার কাগজ ডেস্ক
আজ ১ মে সকাল ৭.০০ টায় কোয়ান্টাম টোটাল ফিটনেস প্রোগ্রামের উদ্যোগে রমনা পার্কে হেলদি ব্রেকফাস্ট উৎসব ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
রমনা পার্কে কোয়ান্টাম ফাউন্ডেশন-এর পরিচালনায় টোটাল ফিটনেস প্রোগ্রামের পুরুষ এবং মহিলাঙ্গনের মোট ৫৩ জন সদস্য ব্রেকফাস্ট উৎসবে অংশগ্রহণ করেন। প্রার্থনা সভার পরে পুষ্টিবিজ্ঞান সম্মত বিভিন্ন উপকরণে সাজানো ব্রেকফাস্টে অংশগ্রহণকারীদের আপ্যায়িত করা হয়। যার মধ্যে লাল চিড়া, চাপাকলা, টকদই, আখরোট সহ ১২ ধরনের ভেজানো বাদাম, খেজুর, কিসমিস, মধু, ১২ আইটেমের রেইনবো সালাদ, ৬ আইটেমের বিট জুস, সেদ্ধ ডিম উল্লেখযোগ্য। আজকের ব্রেকফাস্টের মধ্য দিয়ে জাতীয় জীবনে স্বাস্থ্যসম্মত পুষ্টি বিজ্ঞানসম্মত ব্রেকফাস্টের সম্মিলিত যাত্রা শুরু হলো।
উৎসবে অনুভূতি ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার প্রণব দত্ত, মোহাম্মদ হানিফ, অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ধীরেন চন্দ্র দাস, মোঃ শওকত আলী, মুনিমা সুলতানা, নাসরিন ফরহাদ বিথী, খাইরুন নেছা, ব্যারিস্টার গোলাম রব্বানী, অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, শেখ নাসির উদ্দিন। প্রার্থনা পরিচালনা এবং সঞ্চালনায় সঞ্চালনায় ছিলেন টোটাল ফিটনেস প্রোগ্রামের সেবক এডভোকেট মুনিরুজ্জামান। মূল বক্তব্য উপস্থাপন করেন অর্গানিয়ার ফেরদৌসী সুলতানা।
অংশগ্রহণকারীগণ আজকের হেলদি ব্রেকফাস্টের আয়োজনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করে বলেন, আজকের এই স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট উৎসব জাতীয় জীবনে সুস্বাস্থ্য অর্জনে নতুন মাত্রা যোগ করবে। ধীরে ধীরে এই খাদ্যাভ্যাসের অনুরণন আমাদের জাতিসত্তায় ছড়িয়ে পড়বে।
ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ অটো সাজেশন চর্চার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়।