আমার কাগজ ডেস্ক
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর মধ্যে সহযোগিতার অংশ হিসেবে “এনহ্যান্সিং এক্সপোর্ট ডাটা ট্রান্সপারেন্সি ফর দ্যা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)” নামক একটি প্রকল্প শুরু হয়েছে। এ প্রকল্পটি জিআইজেড এর প্রোগ্রাম ফর সাসটেইনেবিলিটি ইন দ্যা টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর (STILE-II) এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো ইপিবি-এর রপ্তানি ডেটার স্বচ্ছতা ও তথ্য ব্যবস্থাপনা উন্নয়নে সহায়তা করা। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষত টেক্সটাইল এবং লেদার সেক্টরে, টেকসই উন্নয়নের লক্ষ্যে অগ্রসর হবে।
জিআইজেড জার্মানির একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যার প্রধান কার্যালয় বন এবং এসবর্নে অবস্থিত। এটি আন্তর্জাতিক সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিল্ড ও জিআইজেড-এর যৌথ প্রকল্পের প্রাথমিক সভা রবিবার গুলশানে জিআইজেড-এর প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে জিআইজেড-এর প্রতিনিধি হিসেবে স্টাইল ২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড. মাইকেল ক্লড এ প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বিল্ডের সিইও ফেরদৌস আরা বেগম বিল্ড প্রতিনিধি দলেরনেতৃত্ব দেন।প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ভিয়েতনামের রপ্তানি প্রক্রিয়া ও তথ্য সংগ্রহের পদ্ধতি বিশ্লেষণ করে ইপিবিকে কিছু সুনির্দিষ্ট সুপারিশমালা প্রদান করা। এইসামগ্রিক গবেষণা রপ্তানি ডেটায় গড়মিল প্রতিরোধ এবং ইপিবির দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে আশা করা যাচ্ছে।
জিআইজেড-এর পক্ষথেকে আইসিটিও ডিজিটাইজেশন এডভাইজর রায়ান শরিফ এবং নলেজ ম্যানেজমেন্ট এসিস্ট্যান্ট মো. ইয়াসিন দিদার বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিল্ড থেকে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শাহরিয়ার রওশন, রিসার্চ অ্যাসোসিয়েট আহমেদ জুলকার নাইন এবং আসিফ হায়দার অংশগ্রহণ করেন।