রাজশাহী ওয়ারিয়র্স। ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে মাঠের পারফরম্যান্সে দাপট দেখাচ্ছে বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারের জয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি দলের খেলোয়াড়, কোচিং এবং সাপোর্ট স্টাফদের জন্য বোনাস ঘোষণা করেছে।
শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স কর্তৃপক্ষ এই বোনাসের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুরের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দলের প্রত্যেক খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফের জন্য ১৫ হাজার টাকা করে বোনাস প্রদান করা হচ্ছে।
এছাড়া ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য দেখানো ক্রিকেটারদের জন্য আলাদাভাবে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। সুপার ওভারে দুর্দান্ত বোলিং করে জয়ের নায়ক বনে যাওয়া রিপন মন্ডল পাচ্ছেন ১ লাখ টাকার বিশেষ বোনাস। পাশাপাশি সাহিবজাদা ফারহান ও এস এম মেহরব হোসেনকে তাদের অসাধারণ পারফর্মের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বিপিএলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছিল রাজশাহী। জবাবে রংপুর রাইডার্সও ৬ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রানে থামলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে রিপন মন্ডলের তোপে রংপুর মাত্র ৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ বলেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় রাজশাহী। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
