বাজিতপুর প্রতিনিধি
স্থানীয় সরকার, ‘পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা ছিল না। এরকম একটি অবস্থায় আল্লাহর তরফ থেকে আবাবিল পাখির মতো ছাত্র-জনতা রাস্তায় নামে। ফ্যাসিবাদের পতন ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব সংগঠনের সমন্বয়েই বর্তমান সরকার গঠিত হয়েছে। এটি দীর্ঘদিনের আন্দোলনের ফসল।’
‘তিনি বলেন, যারা জুলাই সনদের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বিদেশি আগ্রাসনের বিপক্ষে এবং ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা চায়, তারা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিবেন। আর যারা চায় না তাদেরও চিনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে তাদের আলাদা মত। তারাই গণভোট নিয়ে প্রশ্ন তুলছেন।’
আজ সোমবার (১৯ জানুয়ারি) বাজিতপুর উপজেলা মিলনায়তনে গণভোট-২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
উপদেষ্টা বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছর মানুষ ন্যায়বিচার পায়নি, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রমোশন থেকেও বঞ্চিত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে দেশ মুক্ত হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ। উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মন্ডল।
সঞ্চালনা করেন বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।
আলোচনায় আরও বক্তব্য দেন সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতা রানী দত্ত। সভায় মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
