মোক্তাদির হোসাইন, জেলা প্রতিনিধি
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, স্বশাসিত প্রতিষ্ঠান সমূহের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের ডাকে দুইদিন ব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচীর শেষ হয়েছে।
বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ) রেজিঃ নং বি-২২৩৫ ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ, মৌলভীবাজার এর আয়োজনে বিক্ষোভ মিছিলে মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন এবং মিছিল পরবর্তী বক্তব্য প্রদান করেন.. বনজয় দেব, দীন ইসলাম, দবির উদ্দিন আহমদ ও সুমন দোসাদ নাজমুল ইসলাম, সল্যানা সরকার, একে যে নুরুজ্জামান প্রমূখ।
বক্তাগণ বলেন, দেশের ২২ লক্ষ কর্মচারীর দীর্ঘদিনের প্রাণের দাবী পে-স্কেল পাওয়া। দীর্ঘ আন্দোলন সংগ্রাম এর পর গঠিত জাতীয় পে-কমিশন পে-স্কেল এর রিপোর্ট প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট জমা দিয়েছেন। কিন্তু অতীব দুঃখের সহিত বলতে হচ্ছে সেই রিপোর্ট নাকি বৈষম্যমূলক। এছাড়া এই পে-স্কেল ঘোষনা ও বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। গত ২৭/০১/২০২৬ইং জ্বালানী উপদেষ্টা কাটা গায়ে লবণ ছিটা দিয়েছেন উনি বলেছেন অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নয় পে-স্কেল বাস্তবায়ন। এই বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, আর পে-স্কেল নিয়ে বক্তব্য রাখার এখতিয়ার জ্বালানী উপদেষ্টার নেই। তিনি অযাচিত এই ধরণের বক্তব্য দিয়ে কর্মচারীদের হতাশা বৃদ্ধি করেছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি আপনার উপদেষ্টাগণকে বলেন যার যে বিষয় তিনি যেন সে বিষয়ে কথা বলেন। দেশে এয়োদশ জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য। আমরাও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন ও ভোট প্রদান করতে উন্মুখ হয়ে আছি। কিন্তু আমাদেরকে সকল কাজ থেকে বিরত রেখে রাজপথের দিকে ধাবিত হতে হচ্ছে। আমাদের পেটে ভাত নেই, সন্তানদের লেখাপড়া, বাবা-মা ও পরিবারের সকলের চিকিৎসার টাকা আমাদের কাছে নেই। আমাদের মনে উৎসাহ নেই, আমরা কিভাবে ভোটের দায়িত্ব পালন করব? তাই আমরা জোর দাবী জানাচ্ছি অনতিবিলম্বে ৯ম পে-স্কেল এর গেজেট প্রকাশ ও ১লা জানুয়ারী ২০২৬ থেকে তা বাস্তবায়নের ঘোষনা দেওয়া হোক নতুবা রাজপথই হবে আমাদের ঠিকানা।
