মোক্তাদির হোসাইন, জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল চক্ষু পরিক্ষা ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (৬ মে) স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে। আয়োজনে সহযোগী হিসেবে ছিল বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার ও ফ্যামিলি ডেন্টাল কেয়ার। এ সেবা গ্রহণ করে স্কুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ ছয় শতাধিক মানুষ।
ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. ইমরান আহমেদ ও ডেন্টাল সার্জন ডা. মনসুর আল করিম। সকাল ৯টা থেকে ক্যাম্প শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
ক্যাম্পের উদ্বোধন করেন স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির। এতে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল হাবিবুর রহমান হারিছ।
স্কুলের পরিচালক বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পের মূল উদ্দেশ্য। স্কুলের প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন এরকম আয়োজন শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সহায়ক হিসেবে কাজ করবে।