
স্পোর্টস ডেস্ক
কোপা আমেরিকা এবং ইউরো জয়ের পর দুই চ্যাম্পিয়ন দলের লড়াই মানেই ‘ফিনালিসিমা’। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াই ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে উত্তেজনা। ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার সময়সূচি নির্ধারিত হলেও, এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি।
বহুল প্রতীক্ষিত এই লড়াই কোথায় হবে, তা নিয়ে চলছে আলোচনা। যুক্তরাষ্ট্র, কাতার এবং সৌদি আরবের নাম শুরুতে আলোচনায় থাকলেও, শেষ মুহূর্তে আলোচনায় বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছে উরুগুয়ের ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়াম।
উরুগুয়ের ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই ম্যাচটি আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। ১৯৩০ সালের প্রথম ফুটবল বিশ্বকাপের ভেন্যু ছিল মন্টেভিডিওর এই সেন্টেনারিও স্টেডিয়াম। শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে এখানেই। এরপর বাকি টুর্নামেন্ট গড়াবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল এবং মরক্কোয়।
ফিনালিসিমার মতো একটি ম্যাচ সেখানে আয়োজনের প্রস্তাবকে অনেকেই দেখছেন ঐতিহ্য ও আধুনিকতার মিলন হিসেবে। কারণ, সংস্কারের আগে এটি হতে পারে এই কিংবদন্তি স্টেডিয়ামের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে উরুগুয়ের ক্রীড়া কর্তৃপক্ষ আন্তর্জাতিক মান বজায় রেখে ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি শুরু করে দিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইউরোর নতুন চ্যাম্পিয়ন স্পেন।