আমার কাগজ প্রতিবেদক
শুরু হচ্ছে রোজার মাস। আসন্ন রমজানে মেট্রোরেলের ভেতরে পানি দিয়ে ইফতার করার অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড। এক্ষেত্রে যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন স্টেশনে।
রোববার বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি জানান, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। সে সময় তারা যেন রোজা ভাঙতে পারেন সেজন্য ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলেন বা সঙ্গে করে নিয়ে যান। এছাড়া পানি পান করার সময় যেন সতর্ক থাকেন, পানি নিচে পড়ে ট্রেনের ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয়।
এছাড়া রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিও জানিয়েছে ডিএমটিসিএল। রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনও পরিবর্তন হবে না, তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে। শেষ ১৫ দিন উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।