
আমার কাগজ প্রতিবেদক
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর সাইবার ক্রাইম উইং এর একটি আভিযানিক দল জেল পলাতক হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতের নাম সাকিব ওরফে বাবু (২৩)। সে শরীয়তপুরের জাজিরা থানার মোমিন আলী ফরাজীর কান্দি গ্রামের মজিবর মাদবরের ছেলে।
এটিইউ জানায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক ৭টার দিতে ঢাকা জেলার আশুলিয়া থানা এবং ডিএমপির তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকা থেকে তাকে আটক করে আভিযানিক দল।
জানা যায়, সাকিব ওরফে বাবু গংদের বিরুদ্ধে জাজিরা থানার মামলা নং-২৩ (০৬) ২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০, তৎসহ দন্ডবিধি আইনের ৩০২/২০১ ধারায় মামলা রয়েছে। উক্ত আসামী গত ২৫/০৬/২০২০ খ্রিঃ তারিখে ৮ম শ্রেণীতে পড়ুয়া ভিকটিম শাকিল মাদবর (১৫) কে অপহরণ করে মুক্তিপন দাবী করে এবং মুক্তিপণ না পেয়ে খুন করে এবং ভিকটিমের লাশ গুম করে ফেলে। সাকিব ওরফে বাবু গ্রেফতার হয়ে বিচারকার্য শেষে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আটক ছিলেন (মৃত্যুদন্ড প্রাপ্ত বন্দি নং-৫৩৩৩/এ)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে সাকিব গত ৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ অপরাহ্নে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলায়ন করে। কারা কর্তৃপক্ষ উক্ত ঘটনায় কোনাবাড়ি থানার মামলা নং- ০৪, তারিখ- ১৫/০৮/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা- ১৪৩/১৪৮/১৪৯/৩৫৩/224/427/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড মামলা দায়ের করেন। আসামী দীর্ঘদিন যাবৎ ঢাকা এবং দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। এন্টি টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম উইং এর একটি চৌকস দল দীর্ঘদীন যাবত তাকে গ্রেফতারের জন্য তৎপর ছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।