
ভালুকা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।
আজ বুধবার (৫ মার্চ) সকালে ভালুকা উপজেলা প্রশাসন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) রুকসানা খাইরুন নেছা। এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ ও কৃষি অফিসের সহযোগিতায় এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ কম দামে পুষ্টিকর খাবার ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলাম জানান, মাসব্যাপী গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম ৩৮ টাকা হালি দরে বিক্রি করা হবে। উদ্বোধনী দিনে মাংস ক্রয় করেন ১২০ জন, দুধ ৫০ জন এবং ডিম ৯০ জন।
আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।