
আমার কাগজ প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। দুর্দান্ত গল্পে সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে দাপটের সঙ্গে বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনেকটা অনিয়মিত এই নায়ক। শুরু করেছেন ব্যবসা। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। সেখানেই আজ হঠাৎ প্রয়াত মা-বাবার কাছে ক্ষমা চাইলেন ওমর সানী। কিন্তু কেন?
শুক্রবার (২৩ মে) ওমর সানীর মা মনোয়ারা বেগমের ২৫তম মৃত্যুবার্ষিকী। তার বাবার নাম মো. মজিবর রহমান। ফেসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই দিনে আমি এতিম হয়েছি। আমার মা আমার বাবা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সেবা করতে পারিনি, আল্লাহ, সমস্ত কিছুর মালিক আপনি।
এদিকে, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মানিকগঞ্জের আরঙ্গবাদের একটি মসজিদে মুসল্লিদের খাইয়েছেন ওমর সানী। তাদের কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, এদিন জুমার নামাজের পর যারা তার রেস্তোরাঁয় খেতে গেছেন, তাদের কাছ থেকেও খাবারের দাম নেননি সানী।
মানিকগঞ্জ থেকে ওমর সানী গণমাধ্যমকে বলেন, মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এদিকে গত ৬ মে ছিল ওমর সানীর জন্মদিন। ঘটা করে দিনটি উদযাপন করেননি তিনি। সেদিন ওমর সানী বলেন, বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন, তাই সুখেরও। এই মাসে আমি কোনো পারিবারিক অনুষ্ঠান রাখি না, রাখবো না। যতদিন বাঁচবো, ততদিন রাখবো না।
ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।