
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে অটোরিকশা ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে সোয়া ৭টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে।
নিহতরা হলেন— হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি গ্রামের মৃত সেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৫০) এবং দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরসের ছেলে আব্দুল মান্নান (২৩)। তারা উভয়েই অটোরিকশার যাত্রী ছিলেন।
সিংগাইর থানার এসআই মিরাজ জানিয়েছেন, অটোরিকশাটি মানিকগঞ্জ থেকে সিংগাইরের দিকে যাচ্ছিল। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশার চালক পালিয়ে গেছেন। সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।