
আমার কাগজ প্রতিবেদক
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত ফার্মেসি সমাবেশে বক্তারা গণমানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সুলভ মূল্যে গুণগত মান সম্পন্ন ঔষধ প্রাপ্তি এবং ফার্মাসীদের প্রারম্ভিক দশম গ্রেড প্রধান এবং উচ্চ শিক্ষা নিশ্চিদের দাবি জানিয়েছেন।
রাজধানীর মহাখালীস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির আহমেদ রতন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) কোষাধ্যক্ষ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক্তার মেহেদী হাসান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাক্তন কমিশনার আবুল কালাম আজাদ, এম ট্যাব কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজামান বিপ্লব, শিক্ষক সমিতির মহাসচিব আইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিএ সদস্য সচিব জসীমউদ্দীন।