
আমার কাগজ ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বিশ্ব শান্তি দিবস’ উপলক্ষে ‘আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষা প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদ। প্রধান অলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম ভূইয়া।
অনুষ্ঠানে সংগীতে ও দক্ষ সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় মানবাধিকার শান্তি পদক-২০২৩ এ ভূষিত হন হোসনে আরা বেগম মমতাজ।-বিজ্ঞপ্তি।