
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদরাসার এসির আউটডোরে আটকা পড়া রায়হান নামের ১০ বছর বয়সী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
সহপাঠীরা জানায়, মাদরাসাটিতে শতাধিক শিক্ষার্থী রয়েছে। সবাই যখন ঘুমে তখন সে সেখানে গেল কিভাবে তা কেউ বলতে পারে না। তবে ধারণা করা হচ্ছে সে পালাতে গিয়ে সেখানে আটকে পড়েছে। মাদরাসার শিক্ষকেরা রায়হানকে নামাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ১১টায় একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। কলটেকার কনস্টেবল শারমিন কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।