আমার কাগজ প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে উপজেলার নবাবগঞ্জের মাতাবপুর এলাকায় মাদক সেবনে বাঁধা দেয়ার অভিযোগে মো. হাশিম (৬৫) নামে এক কৃষকের গলা কে-টে হত্যা করে তারই এলাকার কয়েকজন যুবক।
তদন্ত শেষে হত্যায় জড়িত ছয়জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো.কামাল (৩৬), মেছের আলী (৪২), মো.জাহাঙ্গীর আলম (৪৫), মো.নাছির উদ্দিন ওরফে নসু (৪৬), মো.পিন্টু চৌধুরী (৩০) ও মোজলেম (৫৫)।
রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যায় জড়িত আরও এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পিবিআই।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো.পিন্টু চৌধুরী, মোজলেম, মেছের আলী ও মো.কামাল আদালতে স্বেচ্ছায় নিজেদের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার (ইউনিট ইনচার্জ) মো. কুদরত-ই-খুদা।
তিনি বলেন, নবাবগঞ্জের মাতাবপুর এলাকার বাসিন্দা হাশিম। পেশায় কৃষক হাশিমের বাড়ির পাশের একটি জমিতে ঘাস ও সবজি চাষ করতেন। গত ১৬ এপ্রিল রাতে তিনি বাড়ি থেকে জমিতে ঘাস ও সবজি পাহারা দিতে যান। জমিতে পাহারা দিতে গিয়ে তিনি আর বাড়ি আসে নি। পরের দিন সকালে হাশিমের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে আরিফ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হলেও এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় গত ১৫ জুন মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সনাক্তে তদন্তে নামেন পিবিআই ঢাকা জেলার কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতের হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।