
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মধুমালা বেগম (৫০) নামে এক নারীকে তার ছেলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ফতুল্লা রেলস্টেশনের পাশে উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলে সুমনকে (২৪) আটক করেছে পুলিশ। মধুমালা ওই এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী নুরুল ইসলাম মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে রাতে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। মধুমালা টাকা দিতে অস্বীকার করলে তার ছেলে তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের স্বামী নুরুল বলেন, আমি দেখলাম আমার স্ত্রীর মরদেহ মাটিতে পড়ে আছে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এবং আমার ছেলে বটি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। তখন চিৎকার করলে লোকজন ওকে ধরে রাখে, পরে পুলিশকে খবর দিই।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় ব্যবহৃত বটিসহ নিহতের ছেলেকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।