
এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিশাল ভবনে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, রাতজুড়ে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিন্তু এর মধ্যে একটি ড্রোন মস্কোভা সিটি কমপ্লেক্সের একই টাওয়ারে আঘাত হেনেছে। ভবনের ২১ তলার সম্মুখসারি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান সোবিয়ানি।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। গত রোববার এ ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সবশেষ এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে এ নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সংক্ষিপ্ত এক বিবৃতিতে সোবিয়ানিন জানান, ঘটনাস্থলে জরুরি পরিষেবা কাজ করছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নাই।