আমার কাগজ ডেস্ক
আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলছে এডিস মশাবাহিত এ রোগ। মশক নিধন কার্যক্রমে গতি না থাকায় আগামী মাসে ডেঙ্গু আরও ভয়ংকর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অবশ্য আবহাওয়াগত কারণে নভেম্বরে এডিস মশার প্রাদুর্ভাব কমে গেলে ডেঙ্গু রোগীর সংখ্যাও কমতে পারে বলে মনে করছেন তারা।
রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হওয়ায় নির্মাণাধীন ভবন, বিভিন্ন প্রকল্পের অধীনে চলমান উন্নয়ন কাজ, ডাবের খোসা, একবার ব্যবহার করা প্লাস্টিক সামগ্রীতে পানি জমা হচ্ছে। তাছাড়া ফুলের টব, এসিসহ বিভিন্ন পাত্রে পানি জমিয়ে রাখা হচ্ছে। এসব জমা পানিতে এডিস মশা বংশবিস্তারের জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছে।
একদিকে প্রজননের অনুকূল পরিবেশ, অন্যদিকে মশক নিধন কার্যক্রমে ভাটার সুযোগে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সবখানে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা হয়ে উঠছে ডেঙ্গুর হটস্পট।