শেরপুর প্রতিনিধি
শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও লাইসেন্স না থাকায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ৩০টি মামলার মধ্যে ১৬টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে এবং ১৪টি মোটরসাইকেলের চালককে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বাহিনী বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ৩০টি গাড়িকে জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে শেরপুরে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।