আমার কাগজ প্রতিবেদক
রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিল। এ এলাকার রাস্তায় অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও হকারমুক্ত করতে আবারো অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ। এ বিভাগের উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএমের নির্দেশে এবং এডিসি ট্রাফিক-এর তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
জানা যায়, আজ রোববার (১৯ মে) দুপুরে পরিচালিত অভিযানে কালভার্ট রোড, দৈনিক বাংলা ও মেট্রোরেল স্টেশন, মতিঝিল এলাকায় রাস্তার উভয় পাশে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদ করা হয়। একইসাথে পল্টন থানাধীন এলাকায় নো-পার্কিং জোনে বেআইনিভাবে পার্কিংকৃত যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগ থেকে জানানো হয়, রাস্তা জনগণ ও যান চলাচলের জন্য শতভাগ উন্মুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না। আমাদের নির্দেশনা কেউ মানতে না চাইলে সাথে সাথেই অ্যাকশন নেয়া হবে। যানজট সৃষ্টি করে এ ধরনের কোনো প্রকার গাড়িই অবৈধভাবে কোথাও রাখা যাবে না। ট্রাফিক নিয়ম মেনে গাড়ি মালিক, ড্রাইভার, পথচারীসহ সর্বসাধারণের সচেতনতামূলক সহযোগিতা প্রত্যাশা করে ট্রাফিক মতিঝিল বিভাগ।