
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ৭ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ্ব হাতেম খান। শনিবার সকালে নিজ অর্থায়নে পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য আতাউর রহমান, আবুল বাশার, অধ্যাপক হাসান আলী, সাবেক কমিশনার সাইদুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। আলহাজ্ব হাতেম খান জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত থাকবে। প্রতিবারের ন্যায় এবারও তিনি পর্যায়ক্রমে পৌর এলাকার সবকটি ওয়ার্ডে ৭ হাজার কম্বল বিতরণ করবেন।
উল্লেখ্য হাতেম খান দীর্ঘ দিন যাবত পৌরসভার অবহেলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মসজিদ মাদ্রাসা মন্দির সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে নিজেকে সম্পৃক্ত করছেন, প্রতিটি ঈদে পৌরবাসীর জন্য ঈদ সামগ্রী বিতরণ করেন, পৌর নির্বাচনে একাধিকবার অংশগ্রহণ করলেও স্থানীয় ভোটারদের অকুন্ঠ সমর্থন ও ভালবাসা থাকলেও নীল নকশার নির্বাচনে আওয়ামী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিকট বারবার পরাজিত হতে হয়েছে তাকে ।
এরপরও এলাকার মানুষ ভালোবেসে তাকে জনতার মেয়র হিসেবে উপাক্ষান দিয়েছে ।