
ভারতে পৌঁছানোর পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও শাহিন আফ্রিদি।
স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি ভারত ক্রিকেট দল। আশঙ্কা থাকলেও বিশ্বকাপ খেলতে ঠিকই ভারতে পৌঁছেছে পাকিস্তান দল। বুধবার ভারতের মাটিতে সাত বছর পর পা রাখে বাবর আজমরা। ভারতে পৌঁছে অনেকটা আপ্লুত পাক ক্রিকেটাররা। আর সেটা আয়োজকদের উষ্ণ অভ্যর্থনার কারণে।
কড়া নিরাপত্তায় হায়দরাবাদের বিমানবন্দর থেকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের ক্রিকেটারদের। অভ্যর্থনা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন বিমানবন্দরে। এসময় বাবরদের নিয়ে স্লোগান দেন উপস্থিত অনেকে।
আয়োজকদের আতিথিয়তার প্রশংসা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন পাক অধিনায়ক বাবর আজম। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘হায়দরাবাদের ভালোবাসা এবং সমর্থনে অভিভূত!’
পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র শাহীন আফ্রিদিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছেন অভ্যর্থনার। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত সেরা অভ্যর্থনা!’
ভারতে পাকিস্তান দলকে উষ্ণ অভ্যর্থনা, আপ্লুত বাবররা
নাসিম শাহকে ছাড়াই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
ভারতের আতিথিয়েতায় মুগ্ধতার পাশাপাশি বিস্মিতও হয়েছেন পাকিস্তানের কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান! দেশটা যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত! দেশটির ক্রিকেটভক্তদের অপ্রত্যাশিত এবং আন্তরিক অভ্যর্থনা তাকে সত্যিই বিস্মিত করেছে বলে জানান তিনি।
শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ৩ অক্টোবর আরেকটি প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। তবে একদিন পর মিশন শুরু করবে পাকিস্তান। ৬ অক্টোবর বাবরদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।