
স্পোর্টস ডেস্ক
ভারতের নয়ডার বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে শুক্রবার থেকে শুরু হয়েছে মোটোজিপি রেস। তবে এর আগে ইন্ডিয়ানঅয়েল গ্র্যান্ড প্রিক্স অফ ইন্ডিয়ার সার্কিটে অনুশীলন সেশনে লাইভ-স্ট্রিমিং চলাকালীন একটি ছবি দেখা গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছিল নতুন বিতর্ক। মূলত লাইভে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বাদ দেওয়া হয়েছে। যদিও এমনটা করার জন্য ভারতীয়দের কাছে পরে ক্ষমা চেয়েছে মোটোজিপি কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইচ্ছা করে এমনটা করেনি। খবর হিন্দুস্তান টাইমসের।
এ নিয়ে মোটোজিপি একটি অফিসিয়াল বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছে, ‘আমরা মোটোজিপি সম্প্রচারের অংশ হিসাবে আগে দেখানো মানচিত্রের জন্য ভারতে আমাদের অনুরাগীদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের স্বাগতিক দেশের প্রতি সমর্থন ও প্রশংসা ছাড়া অন্য কোনো বিবৃতি দেওয়া আমাদের উদ্দেশ্য নয়।’
বিবৃতিটিতে আরও বলা হয়, ‘আমরা আপনার সঙ্গে ইন্ডিয়ান অয়েলগ্র্যান্ড প্রিক্স উপভোগ করতে পেরে উত্তেজিত এবং আমরা আমাদের বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটের প্রথম স্বাদ পছন্দ করছি।’ আসলে ভারতের ইন্ডিয়ানঅয়েল গ্র্যান্ড প্রিক্স: মোটোজিপি এর উদ্বোধনী রেসে মানচিত্র বিতর্কের জন্ম দিয়েছে।
মোটোজিপি ভারত, এখন ইন্ডিয়ান অয়েল গ্র্যান্ড প্রিক্স অফ ইন্ডিয়া হিসাবে পুনঃব্র্যান্ড করা হয়েছে। যেখানে ২০২৩ মৌসুমের ১৩তম রেস হিসাবে ভারতে আত্মপ্রকাশ করেছে। রবিবার পর্যন্ত অনুষ্ঠিত এই ইভেন্টে রাইডাররা ৩০০ কিমি/ঘণ্টার বেশি গতিতে সুপারবাইকে প্রতিযোগীতায় অংশ নেবে।
এই ঘটনার পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। যখন বেশ কিছু নেটিজেন মোটোজিপির লাইভ-স্ট্রিম করা অনুশীলনের সময় প্রদর্শিত ভারতের মানচিত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে।