
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
ওই উপজেলার বড়খাতা বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলীর বিরুদ্ধে এ অভিযোগ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার সকালে এ ঘটনায় বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নামে ৩০০ শত টাকা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। টাকা না দিলে তাদের পরীক্ষায় ফেল করে দেয়ার হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে নুরনবী নামে এক অভিভাবককে লাঞ্চিত করেন ওই প্রধান শিক্ষক।
পার্শ্ববর্তী দোয়ানী উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক লাভলু মিয়া জানান, তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার নামে ২০০/৩০০ টাকা করে নিয়েছে বড়খাতা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিভাবক নুরনবী বলেন, আমি একজন অভিভাবক হিসেবে টাকা নেয়ার বিষয়ে জানতে গেলে আমাকে লাঞ্চিত করেন প্রধান শিক্ষক। তবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আশরাফ আলী। হাতীবান্ধার ইউএনও আতিকুল ইসলাম জানান, অভিযোগটি শুনেছি। টাকা নেয়ার কোনো সুযোগ নেই। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।